নতুন প্রজন্ম দ্বিগুন মুনাফা স্কিমে ০৩ বছরে সঞ্ছিত আমানত দ্বিগুন করুন
“আপনার সঞ্চয় যদি মাত্র ৩ বছরে দ্বিগুণ হয়ে যায় – কেমন হয় ? হ্যাঁ, এখন সেটা সম্ভব ‘নতুন প্রজন্ম দিগুন মুনাফা স্কিম’-এর মাধ্যমে!” এই স্কিমে আপনি যদি আজ ১ লাখ টাকা জমা রাখেন, ৩ বছরের শেষে তা হয়ে যাবে ২ লাখ টাকা! কোনো অতিরিক্ত ঝুঁকি ছাড়া, ১০০% নিরাপদ বিনিয়োগ। আমাদের স্কিমটি পরিচালিত হচ্ছে সম্পূর্ণ আইনানুগভাবে, স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে। আপনার অর্থ থাকবে নিরাপদ, স্বচ্ছ নিয়মের আওতায়।
এই স্কিমটি আপনি চাইলে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য, আপনার অবসর জীবনের জন্য অথবা নিছক একটি লাভজনক সঞ্চয় হিসেবেও নিতে পারেন। মাত্র একবার টাকা জমা দিয়ে, আপনি ৩ বছর পর নিশ্চিন্তে দ্বিগুণ টাকা হাতে পাবেন — কোনো চিন্তা ছাড়াই। এই স্কিমে অংশগ্রহণের মাধ্যমে আপনি শুধু টাকা দ্বিগুণ করছেন না, বরং নিজের পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করছেন। এটি এমন একটি সুযোগ, যা আপনি বারবার পাবেন না। আজ সিদ্ধান্ত নিন, আগামীতে নিরাপদ থাকুন।
বিশেষ সুবিধাসমূহ:
✅ এককালীন বিনিয়োগ – কোনো মাসিক কিস্তির ঝামেলা নাই
✅ মাত্র ৩ বছরে ২x রিটার্ন!
✅ নিয়মিত আপডেট ও অ্যাকাউন্ট ট্র্যাকিং সুবিধা
✅ পরিবার, সন্তানের ভবিষ্যৎ বা অবসর পরিকল্পনার জন্য উপযুক্ত
✅সহজ আবেদন ও প্রক্রিয়াকরণ
✅ করমুক্ত আয় (শর্ত সাপেক্ষে)
মাত্র ৩ বছরে ২x রিটার্ন!
PRICING
শর্তাবলীঃ
১। আবেদনকারীর সম্প্রতি তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্র ১ (এক) কপি।
২। নমিনি বা নমিনিগনের বিস্তারিত বিবরণ ও আবেদনকারী কর্তৃক সত্যায়িত প্রত্যেকের ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩। আমানত প্রদানকারী চাইলে তার মুনাফা মাসিক গ্রহন করতে পারবেন সে ক্ষেত্রে মেয়াদ শেষে শুধুমাত্র তার মুল আমানত প্রদান করা হবে ।
৪। আমানত প্রদান কারির মাসিক মুনাফা তার নিজের ব্যাংক একাউন্টে প্রদান করা হবে ।
৫। কোম্পানির নির্দিষ্ট ফর্ম এর মাধ্যমে আবেদন করতে হবে ।
৬। আমানত প্রদানকারী তার আমানত মেয়াদ পুরন হবার আগে যে কোনো সময় উত্তোলন করতে পারবেন (শর্তসাপেক্ষে)
৭। কোম্পানি হিসাব বা স্কিম সংক্রান্ত যে কোন নিয়মাবলী পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন বা বাতিল করতে পারবে এবং হিসাবধারী তা মেনে চলতে বাধ্য থাকবেন।
৮। সকল হিসাব বা স্কিম এর বিপরীতে টাকা জমার রসিদ এবং এগ্রিমেন্ট প্রদান করা হয় যা হস্তান্তরযোগ্য নয়। হিসাবধারী আমানতের রসিদ এবং এগ্রিমেন্ট যথাযথভাবে সংরক্ষণ করবেন ।
৯। যে কোন গ্রাহক ‘নীল কূটির ডেভেলপারস’ কোম্পানির নিজস্ব ব্যংক একাউন্টে অর্থ জমা না করে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ জমা দিলে সেক্ষেত্রে ‘নীল কূটির ডেভেলপারস’ দায়ী থাকবে না ।